শেষ হলো “গেট ইন দ্যা রিং”
নিউজ ডেস্ক : শেষ হল তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাদায়ী “গেট ইন দ্যা রিং”-এর জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতা। গতকাল (১৭ জানুয়ারী) রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে জাকজমকপূর্ণভাবে প্রতিযোগিতার শেষ পর্বের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সবুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন।
মোট ৮টি স্টাটআপ চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য প্রতিষ্ঠিত বিভাগ ডিপার্টমেন্ট অব এন্ট্রাপ্রেনিউরশিপের শিক্ষার্থী আতিকুর রহমানের দল “ফুড ফর পিপল” নিয়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিভাগীয় প্রধান সৈয়দ মারুফ রেজার নেতৃত্বে আতিকুরের দলটি প্রতিয়োগিতায় অংশ নেয়। আতিকুর রহমান আঞ্চলিক চূড়ান্ত বিজয়ী হওয়ার পর, এবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, “গেট ইন দ্যা রিং” মার্কিন যুক্তরাষ্ট্রের কাফম্যান ফাউন্ডেশনের উদ্ভাবিত একটি গ্লোবাল স্টাটআপ প্রতিযোগিতা। বাংলাদেশে এই প্রথমবারের মত প্রতিযোগিতাটি হোস্ট করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।