বৃষ্টির পিঠে ভর করে মাঘ এলো দেশে
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দু-একদিনের মধ্যে বেড়ে যেতে পারে মাঘের শীতের তীব্রতা। আর আগামী ২২ ও ২৩ জানুয়ারি দেশজুড়ে বইতে পারে শৈত্যপ্রবাহ।
আজ (২০ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করে রাজধানীতে শুরু হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকার শীত দেশের অন্যান্য অঞ্চলের মতো তীব্র অনুভূত না হলেও এই বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস হঠাৎ করে বাড়িয়ে দেয় শীতের মাত্রা। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। পথচারীরাও এ বৃষ্টিতে পড়েন বাড়তি ঝামেলায়। প্রধান সড়কে সৃষ্টি হয় যানজট। সংকটে পড়েন অফিস ফেরত মানুষরা। বাড়তি চাপ পড়ে ঢাকার গণপরিবহনে। এমনকি রিকশাও চলে কম।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে শুক্রবার থেকে কমে যাবে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
গতকাল ও আজকের তথ্য অনুযায়ী অন্তত দেশের দশটি জেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে আজ দুপুর পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কনকনে ঠান্ডায় দুইদিন সূর্যের মুখ দেখতে পারেনি রাজশাহীবাসী।
জেঁকে বসা মাঘের শীতে নাটোরেও হয়েছে বৃষ্টিপাত। স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। সিরাজগঞ্জের বৃষ্টিপাত শুরু হয় গতকাল রাত থেকে। ঠান্ডা বাতাসের কারণে শহরে অনেকেই ঘর থেকে বের হননি।
কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে যোগ হয়েছে উত্তরীয় হিমেল হাওয়া। আজও দেখা মেলেনি সূর্যের। তামমাত্রা ছিল এখানে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
পাবনার ঈশ্বরদিতে বৃষ্টিপাত হয় ১৫ মিলিমিটার। এর পাশাপাশি নওগাঁ, পঞ্চগড়, রংপুর, সৈয়দপুর এবং সিলেটে হালকা বৃষ্টিপাত হয়েছে।