বইমেলা উপলক্ষে আসছেন লিথুনিয়ার প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : উত্তর ইউরোপের দেশ লিথুনিয়ার প্রধানমন্ত্রী আলগিরডাস বাটকেভিসিয়াস তিন দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। তিনি এবারের একুশে গ্রন্থমেলায় লিথুয়ানিয়ার ইতিহাস নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে এবারই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। লিথুয়ানিয়ার ইতিহাস নিয়ে বাংলায় অনূদিত গ্রন্থটির মোড়ক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আমন্ত্রণ জানান।
লিথুয়ানিয়ান ভাষার সঙ্গে বাংলার অনেক মিল আছে। দুটি ভাষার উত্পত্তি সংস্কৃত থেকে। এ সফরে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করবেন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য লিথুয়ানিয়ার লোকসংখ্যা প্রায় ২৯ লাখ। ১৯৯০ সালে দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর পরই বাংলাদেশ লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৯২ সালে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	