বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করবেন না ঢাবি অধ্যাপক

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করবেন না ঢাবি অধ্যাপক

  • নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান বলেছেন, আঙুলে ছাপ দিয়ে (বায়োমেট্রিক পদ্ধতিতে) মোবাইল ফোনের সিম নিবন্ধন করবো না। তিনি নিজেকে ‘আত্মমর্যাদা সম্পন্ন গর্বিত বাংলাদেশী’ হিসেবে দাবি করে বলেছেন ,‘আমি মোবাইল ফোনে কথা বলা ছেড়ে দিব- তবু দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে সিম রেজিস্ট্রেশন করব না।’

অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি মোবাইল ফোনে কথা বলা ছেড়ে দিব – তবু দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে সিম রেজিস্ট্রেশন করব না। আমি কি চোর, না ডাকাত, নাকি সন্ত্রাসী, না লুটেরা? আমি আত্মমর্যাদা সম্পন্ন গর্বিত বাংলাদেশী। যাদের মনে দুরভিসন্ধি আছে, যাদের নিজেদের উপর বিশ্বাস নাই- তারাই যাক আঙুলের ছাপ দিয়ে মোবাইলে কথা বলুক। বিশ্বের কোন দেশে দেখিনি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি করে। যেখানেই গেছি শুধু পাসপোর্টের ফটোকপি দিয়েই সিম কিনেছি। আর আমার লক্ষ শহীদের দেশে আমাকে প্রমাণ করতে হবে আমি সন্ত্রাসী না, আমি লুটেরা না। মোবাইল ফোন ব্যবহার করব না, তবু আমি ন্যাক্কারজনক ভাবে সিম নিব না।’

এর আগে ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে বিটিআরসি সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করে। তবে পাকিস্তান এবং সৌদি আরব ছাড়া বিশ্বের কোনো দেশেই এই পদ্ধতি চালু নেই।

বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। আর সেজন্যই হাইকোর্ট মোবাইল ফোনের সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আগামী এক সপ্তাহের সরকার পক্ষ, বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের এর জবাব দিতে বলা হয়েছে। favicon59

Sharing is caring!

Leave a Comment