দি প্রমিনেন্ট উৎসব!

দি প্রমিনেন্ট উৎসব!

  • বিশেষ প্রতিনিধি

ফোনে ফোনে কথা হয়েছে অনেকবার। ফেসবুকের ইনেবক্সেও হয়েছে কথা। কিন্তু সামনাসামনি দেখা হয়নি একে অপরের সঙ্গে; হয়নি কথা।এবার তারা একত্রিত হলেন। পরিচিত হলেন পরস্পরের সঙ্গে। আর নিমেষে ভুলে গেলেন দীর্ঘযাত্রাপথের যন্ত্রনাদায়ক ক্লান্তি।

তারা সবাই ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক নিউজ পোর্টাল দি প্রমিনেন্টের জেলা, ‍উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিনিধি ও প্রদায়ক। আজ (০২ এপ্রিল) রাজধানীর শুক্রাবাদে বিজনেস ইউকিউবেটর ভবনে ‘প্রথম প্রতিনিধি সম্মেলন’-এ যোগ দিতে জড়ো হয়েছিলেন এই তরুণ সাংবাদিক দল।

কেউ এসেছেন সুদূর রংপুর থেকে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ রাজশাহী থেকে, কেউবা আবার কুমিল্লা থেকে। সারা রাতের ক্লান্তিকর বাসযাত্রা শেষে ঢুলুঢুলু চোখ নিয়ে পা রেখেছেন ঢাকায়। কিন্তু সম্মেলনে যোগ দিয়েই ভুলে গেছেন সব ক্লান্তি।

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দি প্রমিনেন্ট সম্পাদক মোস্তাফিজুর রহমান। ছবি : এসএম রাসেল।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দি প্রমিনেন্ট সম্পাদক মোস্তাফিজুর রহমান। ছবি : এসএম রাসেল।

‘আরে, নবীন না! ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি?’

‘হ্যাঁ। আপনি নিশ্চয় আতিক।’

‘হ্যাঁ ভাই, আমি আতিক। রাজশাহী প্রতিনিধি।’

এভাবে আতিক আর নবীন যখন পরষ্পরের সঙ্গে পরিচিত হচ্ছিলেন তখন সম্মেলনকক্ষের অন্য প্রান্তে কথা বলছিলেন দুই প্রদায়ক:

‘আপনি নিশ্চয় রিমু আপু! আপনার লেখা আমি অনেক পড়েছি।’

‘হ্যাঁ, আমিও আপনার লেখা পড়েছি। আপনি তো রিক্তা রিচি! দারুণ লেখেন।’

এই দলে তাৎক্ষণিক যোগ দেন আরও দুইজন:

‘আমি সুমনা মাহি।’

‘আর আমি শিমি আক্তার।’

‘এতদিন আপনাদের নামে চিনতাম। আজ সামনাসামনি দেখছি। কি যে ভালো লাগছে!’ বলছিলেন সুমনা মাহি।

এভাবেই পরষ্পর পরষ্পরের সঙ্গে পরিচিত হচ্ছিলেন তারা। দীর্ঘদিনের সহকর্মী, কিন্তু কেউ কাউকে চিনতেন না। আজ এই সম্মেলনের মাধ্যমে তারা সুযোগ পেয়েছেন পরষ্পরের সঙ্গে পরিচিত হওয়ার।

পাশাপাশি চলছিল সেলফি উৎসব। সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঙ্গে রংপুর প্রতিনিধি সজীব, সাভার প্রতিনিধি আসাদুজ্জামান, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিহাব, কুমিল্লা প্রতিনিধি রাসেল মাহমুদ, যশোর প্রতিনিধি তৌহিদুর রহমান, বিনোদন প্রতিবেদক হাসনাত কাদির, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফ, ফটোসাংবাদিক এসএম রাসেল আর সহ-সম্পাদক রবিউল কমল নানা ভঙ্গিমায় সেলফি তোলায় ব্যস্ত।

এক ফ্রেমে আমরা সবাই-সম্পাদক, প্রতিনিধি, প্রদায়ক, সহ-সম্পাদক।
এক ফ্রেমে আমরা সবাই-সম্পাদক, প্রতিনিধি, প্রদায়ক, সহ-সম্পাদক।

খানিকবাদেই শুরু হয়ে গেল মূল সম্মেলন। শুরুতেই দি প্রমিনেন্ট সাইটের আদ্যপান্ত প্রজেক্টরে বুঝিয়ে দিলেন সম্পাদক মোস্তাফিজুর রহমান। তারপর একে একে শোনা হলো প্রতিনিধিদের অভিযোগ, অনুযোগ, মতামত ও পরামর্শ। ব্যাতিক্রমী ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দি প্রমিনেন্ট অল্প সময়ের মধ্যে তাদের নিজস্ব এলাকায় ও ক্যাম্পাসে সাড়া ফেলতে পেরেছে-এই তথ্য জানাতেও ভুল করলেন না তারা।

সবশেষে প্রতিনিধিদের অভিযোগ খণ্ডানের চেষ্টা করেন সহ-সম্পাদক রবিউল কমল ও মারুফ ইসলাম।

এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভেঞার ক্যাপিটাল বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য এ এইচ এম আশরাফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মো. শাহাবুদ্দিন ও সোস্যাল বিজনেস স্টুডন্ট ফোরামের সভাপতি কাজী মিশু।

সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও সকলের উদ্দেশে শুভেচ্চা বাণী পাঠিয়েছেন দি প্রমিনেন্টের পৃষ্ঠপোষক ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।favicon59

Sharing is caring!

Leave a Comment