সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি ব্যবসা অনুমোদন

সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি ব্যবসা অনুমোদন

  • নিউজ ডেস্ক

ইউনূস সেন্টারের আয়োজনে গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) ল্যাবে ৬টি নতুন ‘নবীন উদ্যোক্তা’ ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়। সবগুলো ব্যবসাকেই অর্থায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, বেলজিয়াম ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে আগত বহু বিদেশী অতিথিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে অংশ নেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘২০১৩ সালের জানুয়ারি মাসে এ ল্যাব শুরু হবার পর এ পর্যন্ত ৪ হাজার ৬৫৪টি প্রকল্প ডিজাইন ল্যাবে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment