কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড

  • নিউজ ডেস্ক

রাজধানীর কারওয়ানবাজারে জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

আজ (০১ মে) রাত ৮টার কিছু আগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা তাৎক্ষণিক পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কারওয়ান বাজারের কাঁচাবাজারের পাশে হাসিনা মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা বলছেন, ওই মার্কেটে বিভিন্ন নিত্যপণ্যের দোকান, লেপ-তোষক ও খাবার হোটেলের দোকান ছিলো। আগুনে এসব দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে স্থানীয় দোকানিসহ অন্যান্য লোকজনও যোগ দিয়েছেন আগুন নেভানোর কাজে।favicon59

Sharing is caring!

Leave a Comment