‘ইনক্লুসিভ গভার্নেন্স ইন সাউথ এশিয়া’ সম্মেলন শুরু ৮ মে

‘ইনক্লুসিভ গভার্নেন্স ইন সাউথ এশিয়া’ সম্মেলন শুরু ৮ মে

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগ এবং ‘লোকপ্রশাসন ও সুশাসন গবেষণা নেটওয়ার্ক’ এর যৌথ উদ্যোগে অনুষ্টিত হতে যাচ্ছে  ‘ইনক্লুসিভ গভার্নেন্স ইন সাউথ এশিয়া’  শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৮-৯ মে ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের (বিইএএম) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

মঙ্গলবার রাতে চবির লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘ইনক্লুসিভ গভার্নেন্স ইন সাউথ এশিয়া’  শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ১৬ জন এবং বাংলাদেশ এর ৫০ জন সুশাসন বিশেষজ্ঞদের। সম্মেলনে শাসনব্যবস্থা ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান  করবেন, যা দক্ষিণ এশীয় দেশসমুহে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সম্মেলনের প্রথম দিনে চবির লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর সিরাজ উদ দৌল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। দ্বিতীয় দিনে লোকপ্রশাসন বিভাগের  প্রফেসর ড. নিজাম উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুরুল মোস্তফা ও এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হাসান মজুমদার।favicon59

Sharing is caring!

Leave a Comment