আইটি খাতে বিনিয়োগে আগ্রহী নয় বাণিজ্যিক ব্যাংক

আইটি খাতে বিনিয়োগে আগ্রহী নয় বাণিজ্যিক ব্যাংক

  • নিউজ ডেস্ক 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) জানিয়েছে, সাইবার নিরাপত্তা খাতে দেশের ব্যাংকগুলোর জ্ঞান ও বিনিয়োগ ‘খুবই কম’। দেশের ব্যাংকগুলো প্রতিদিন সর্বোচ্চ প্রায় ৩০০ ম্যালওয়ার আক্রমণের মুখোমুখি হয়, যার ৬০ ভাগ স্থানীয় হ্যাকাররা করে থাকে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পর বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে আইটি (ইনফরমেশন টেকনোলজি) খাতের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ দেখেছেন বলে সেমিনারে জানান বিআইবিএমের মাহবুবুর আলম। তিনি বলেন, “আইটি খাতে ঘাটতি বিশ্লেষণ ও প্রশিক্ষণে তারা টাকা ঢালছেন।”

তিনি আরো জানান, এতো কিছুর পরেও এসব বাণিজ্যিক ব্যাংকগুলোর ৮ ভাগ আইটি খাতে বিনিয়োগে উৎসাহী নয় এবং ২৪ ভাগ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার জন্য অপেক্ষায় আছেন। ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এই শিক্ষক বলেন, “তারা আইটি খাতে বিনিয়োগে করবেন না; কিন্তু দুর্ঘটনার পর অভিযোগ করবেন,”।

উল্লেখ্য ১৯৬৮ সালে অগ্রণী ব্যাংকে প্রথম কম্পিউটার স্থাপন করে। সেখান থেকে এ পর্যন্ত ব্যাংকগুলোর আইটি খাতের উন্নয়নে প্রায় ৩০০ বিলিয়ন টাকা ব্যয় হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ছাড়াই দেশের ব্যাংকিং খাতের আইটিতে প্রতিবছর ১০ বিলিয়ন টাকা বিনিয়োগ করা হচ্ছে। favicon59

Sharing is caring!

Leave a Comment