নিউজপ্রিন্টের আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি
- নিউজ ডেস্ক
নিউজ পেপার ওনার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ও আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি করেছে।
এর আগে চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনাতেও এই একই দাবি জানিয়েছিল সংগঠনটি। তবে এবার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা দিয়েছে তারা।
নোয়াবের পক্ষে এই প্রস্তাব করেন সংগঠনটির সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি জানান, বর্তমানে ৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট দিয়ে নিউজপ্রিন্ট আমদানিতে করতে হয়। তবে ভারত শুল্ক শূন্য, শ্রীলংকায় ২ শতাংশ শুল্ক দিয়ে এটি আমদানি করে থাকে। অথচ বাংলাদেশকে ৫ শতাংশ শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানি করতে হয়। তাই আগামী বাজেটে নিউজপ্রিন্ট আমদানি শুল্কমুক্ত করার দাবি জানাচ্ছি।
এছাড়াও তিনি সংবাদপত্রের কাঁচামাল যেমন কালি, প্লেট, প্রিন্টিং ক্যামিকেল আমদানি পর্যায়ে নির্ধারিত হারে যে শুল্ক দিতে হয় তা মওকুফ করার দাবিও জানান।
এই প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সমকালের প্রকাশক এ কে আজাদ, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।