বিদ্যুত বিল দেওয়া যাবে এক্সিম ব্যাংকের মাধ্যমে

বিদ্যুত বিল দেওয়া যাবে এক্সিম ব্যাংকের মাধ্যমে

  • নিউজ ডেস্ক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসিএল) গ্রাহকরা এখন থেকে এক্সিম ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করতে পারবেন। গতকাল বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তিটি এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখতার হোসাইন এবং ডিপিডিসিএলের পক্ষে সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ডিপিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.)।

এ ছাড়া এক্সিম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানবসম্পদ প্রধান মো. মোশাররফ হোসেন মজুমদার, আইটিপ্রধান মো. মাহবুবুল আলম এবং ডিপিডিসিএলের নির্বাহী পরিচালক আবু তাজ মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. রমিজ উদ্দিন সরকার, নির্বাহী পরিচালক (অপারেশন) এ টি এম হারুনুর রশীদ, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Leave a Comment