চলে গেলেন নূরজাহান বেগম
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আজ সোমবার সকালে নূরজাহান বেগমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।বিশিষ্ট এ নারী সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট নারী সাংবাদিক ও সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছিলেন। নূরজাহান বেগমের মেয়ে ফ্লোরা নাসরিন জানান, তাঁর মা শ্বাসতন্ত্র ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক ও ‘সওগাত’ সম্পাদক নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম তাঁর সম্পাদিত ‘বেগম’ পত্রিকার জন্য খ্যাতি লাভ করেছিলেন।