ই-কোনে হেপাটাইটিস-বি সেমিনার

ই-কোনে হেপাটাইটিস-বি সেমিনার

  • নিউজ ডেস্ক

ডিজাইন ফার্ম ই-কোনের আমন্ত্রণে হেপাটাইটিস-বি রোগ সম্পর্কে সচেতনতামূলক সেমিনার করেছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন (জিএসকে)। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর শুক্রাবাদে বিজনেস ইনকিউবেটর ভবনের সেমিনার হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হেপাটাইটিস-বি রোগের লক্ষণ, প্রতিকার ও করণীয় সম্পর্কে বক্তব্য দেন জিএসকের কাউন্সিলর ম্যানেজার ফয়েজ আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাত দিয়ে ফয়েজ আহমেদ জানান, দেশে বর্তমানে ২ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করছে। আর সারা বিশ্বে এই সংখ্যা ৪০ কোটি। ভাইরাসটিকে ‘নিরব ঘাতক’ নামে অভিহিত করেছেন চিকিৎসকরা। কারণ এ ভাইরাস শরীরে বাসা বাঁধার অন্তত ছয় মাস পর লক্ষণ প্রকাশ পায়। তখন কার্যত চিকিৎসকদের আর কিছু করার থাকে না।

এ ভাইরাস থেকে মুক্তির একমাত্র উপায় সচেতনতা বৃদ্ধি এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই টিকা গ্রহণ করা-এমন মন্তব্য করেন ফয়েজ আহমেদ। তিনি জানান, নিয়ম মেনে হেপাটাইটিস বির চার ডোজ টিকা গ্রহণ করলে এ ভাইরাসজনিত রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।

জিএসকের বিভিন্ন মেডিকেল সেন্টার থেকে এই টিকা নেওয়া সম্ভব বলেও জানান তিনি।

উল্লেখ্য, ই-কোন প্রাইভেট লিমিটেড একটি ডিজাইন ফার্ম, যারা মূলত বিভিন্ন অফিস ও বসতবাড়ির পরিবেশবান্ধব ডিজাইন করে থাকে। ইন্টেরিওর ডিজাইনও করে থাকে প্রতিষ্ঠানটি। ই-কোনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ইয়াসির আরাফাত জানান, ই-কোনের কর্মীদের হেপাটাইটিস বি সম্পর্কে সচেতন করতেই এই সেমিনারের আয়োজন করা হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment