জেএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ৩০ জানুয়ারি

জেএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ৩০ জানুয়ারি শনিবার প্রকাশ করা হবে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ জানান, নিয়ম অনুযায়ী খাতা পুনঃমূল্যায়ন করে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৩০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয় জেএসসি পরীক্ষার ফল। সারাদেশের ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ।

কিন্তু পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে অসন্তুষ্টি জানিয়ে আটটি বোর্ডের ৬৩ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে।favicon594

Sharing is caring!

Leave a Comment