জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের নির্দেশে আত্মসমর্পণ করে আজ জামিন চেয়েছিলেন তিনি।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন জামিনের আবেদন নাকচ করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়াননি। এতে তিনি আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

আদালতের আজকের নির্দেশের মধ্যে দিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কারাগারে যেতে হচ্ছে ফখরুলকে।এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এরপর ১৪ জুলাই জামিনে মুক্তি পান তিনি।  favicon

Sharing is caring!

Leave a Comment