জামিন পেলেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক আমিরুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা ১২ টায় তিনি আদালতে হাজির হন। পরে তার উপস্থিতিতে শুনানি শুরু হয়।
চলতি বছর ১৮ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এরপর মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়ার রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।