কারাগারে গয়েশ্বর !

কারাগারে গয়েশ্বর !

নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরা থানায় করা একটি হত্যা মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ গয়েশ্বর চন্দ্র রায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠান আদালত।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেখানে মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান। এ ঘটনায় গত বছরের ৩০ ডিসেম্বর রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

চলতি বছরের ২০ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  favicon

Sharing is caring!

Leave a Comment