আবার জমে উঠছে জ্যাকসনভ্যালি বিচ

আবার জমে উঠছে জ্যাকসনভ্যালি বিচ

  • ফিচার ডেস্ক

উত্তর-আমেরিকার এক নয়নাভিরাম সমুদ্র সৈকতের নাম জ্যাকসনভ্যালি বিচ। প্রতিদিন সকালে ও বিকালে হাজার হাজার পর্যটক ভীড় করে এই সৈকতে।  কিন্তু গত মাসে করোনাভাইরাস সারা আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এই সমুদ্র সৈকতও বন্ধ করে দিতে বাধ্য হন ফ্লোরিডা রাজ্যের মেয়র।

সম্প্রতি করোনার প্রকোপ একটু কমে এসেছে উত্তর আমেরিকায়। তাই পর্যটকদের জন্য পুণরায় খুলে দেওয়া হয়েছে এই অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত।

প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটকরা আসতে পারবেন এখানে।

জ্যাকসনভ্যালিকে বলা হয় উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো সমুদ্র সৈকত।  অনেক আগে এর নাম ছিল পাবলো বিচ। পরে ১৯২৫ সালে এর নামকরণ করা হয় জ্যাকসনভ্যালি বিচ।

জ্যাকসনভ্যালি সিটিতে অন্তত সাড়ে ২১ হাজার মানুষ বাস করেন। এই মানুষদের অধিকাংশই প্রায় প্রতিদিন এই সৈকতে আসেন ঘুরতে।

কেউ সাইকেল চালান, কেউ সার্ফিং করেন, কেউ সাঁতার কাটেন, কেউ মাছ ধরেন, কেউ গা এলিয়ে শুয়ে থাকেন, কেউ শুধুই দৌড়ান এই সমুদ্র সৈকতের বালুরাশি ধরে।

তথ্যসূত্র: ফক্স নিউজ

Sharing is caring!

Leave a Comment