টঙ্গীবাজারের কবুতরের হাট

টঙ্গীবাজারের কবুতরের হাট

  • আব্দুল্লাহ আল রাউফ

গাজীপুরের সবচেয়ে বড় হাটের একটি টঙ্গীবাজার এলাকার কবুতরের হাট। তুরাগ নদীসংলগ্ন এ হাটে দেখা যায় বিভিন্ন প্রকার ও নানা রঙের কবুতর। নানান প্রজাতির কবুতরের সাথে বিক্রি করা হয় পশুপাখিও। তবে এ হাটটি মূলত কবুতর কেনা-বেচার জন্য প্রসিদ্ধ। প্রতি সপ্তাহের রোজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ হাটটির দেখা মেলে৷

হোমা, লাখা, গিরিবাজ, মিহিরবাজ, সিরাজী, গিয়াছুল্লী, শাটিং, কিং, শর্ট এঞ্জেল, গররা, পোয়ার্টার, রেসার, কিলা, র‌্যাগস, বার্মিজ, বোম্বে এছাড়াও বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় এ হাটে।

বাজারে গিয়ে দেখা যায়, নানা প্রজাতির কবুতর ও পশুপাখি বিক্রি হচ্ছে। বেশিরভাগ বিক্রেতাই পায়রা, কবুতর, টিয়া, ময়না, বক, কোকিলসহ নানা জাতের বন্যপাখি নিয়ে বসেছেন। শৌখিন পশুপাখিপ্রেমীদের কথা মাথায় রেখে এই বাজারে রয়েছে প্রায় সব ধরনের পোষা প্রাণী।

ঢাকার আশপাশের নানা ধরনের ক্রেতা আসেন এই কবুতরের হাটে। কেউ আসেন বাড়তি কিছু কবুতর কিনে সংগ্রহশালা বৃদ্ধি করতে, কেউ আসেন নতুন কবুতর কিনে জোড় পূরণ করতে। আবার কেউ আসেন বাড়তি কবুতর বিক্রি করে খাবার সংগ্রহ করতে। তাই প্রতি রবিবার টঙ্গীবাজারের এই হাটে জমে উঠে বেচাকেনা। কবুতরের খাবার ও পালনের খাঁচাসহ বিভিন্ন ধরনের ব্যবসারও সমাবেশ ঘটে এখানে।

Sharing is caring!

Leave a Comment