‘কোভিড মহামারীতে বাংলাদেশ’ শীর্ষক সংকলন প্রকাশ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস

  • সংবাদ ডেস্ক

বর্তমান সময়ে সারা বিশ্ব কভিড-১৯ মহামারীতে আক্রান্ত। এ রোগের জন্য দায়ী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের চেষ্টায় নিজ গৃহে অবস্থান, ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা, সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন), সান্ধ্য আইন (কারফিউ জারি) বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মত ঘটনা ঘটেছে, যা আমাদের চিরচেনা জীবন যাত্রা ব্যাহত করছে।

এথেন্সের প্লেগ থেকে শুরু করে স্প্যানিশ ফ্লুর ক্রমপঞ্জিকা ঘাটলে দেখা যায়, ন্যূনতম ১০০ কিংবা সর্বোচ্চ ৫০০ বছরের ব্যবধানে মহামারীর সংক্রমণগুলোর আবির্ভাব হয়েছিল। বিগত সময়ের মহামারী সংক্রান্ত তথ্যাদি কিংবা রেফারেন্স ওই সময়কালীন অনুন্নত প্রযুক্তির সহায়তায় বিভিন্নভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছিল, যার ওপর ভিত্তি করে আমরা ওই সংকটের মোটামুটি একটি ধারনা পেয়ে থাকি, কিন্তু তথ্য সংরক্ষণের প্রাতিষ্ঠানিক এবং প্রাযুক্তিক দুর্বলতার কারণে আমরা সর্ববিষয়ে গভীরতর ধারণা পাই না। তাই বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে Daffodil International University Press (DIUP) উদ্যোগ নিয়েছে  কভিড-১৯ দুর্যোগকে লিপিবদ্ধ করার, সংরক্ষণ করার। প্রকাশ করতে যাচ্ছে ‘কোভিড মহামারীতে বাংলাদেশ: আ লিভিং ডকুমেন্টস’ শীর্ষক সংকলন। 

এই ক্রান্তিকালের মাঝেও আমাদের অনেক চিন্তাশীল নেতৃবর্গ, লেখক, বুদ্ধিজীবিগণ কখনো কখনো বিশ্লেষণ বা গবেষণামূলক লেখায়, কখনো সাহিত্যকর্মে আবার কখনো ছবিতে কোভিড-১৯কে ফুটিয়ে তুলতে সচেষ্ট থেকেছেন।

DIUP এই সকল তথ্যাদি বিশদ আকারে একটি সংকলনের মাধ্যমে প্রকাশের উদ্যোগ হাতে নিয়েছে। এই সংকলন ভবিষ্যতে এ ধরনের মাহামারী মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। এই সংকলনে আপনাদের গবেষণামূলক, বক্তব্যধর্মী, তথ্য সংবলিত এবং সৃজনশীল লেখা ও শিল্পকর্ম অন্তর্ভুক্ত করার জন্য নিম্নোক্ত ক্যাটাগরিতে লেখা আহবান করছে DIUP।

গবেষণামূলক বা বিশ্লেষণমূলক প্রবন্ধ/নিবন্ধ

  • শিক্ষাক্ষেত্রে কোভিড-১৯
  • অর্থনীতি এবং শিল্প-বাণিজ্যে কোভিড-১৯
  • সামাজিক ও পারিবারিক জীবনে কোভিড-১৯
  • আন্তর্জাতিক সম্পর্ক ও পৃথিবীর ভবিষ্যত নির্ধারণে কোভিড-১৯

সৃজনশীল সাহিত্যকর্ম

  • প্রবন্ধ
  • গল্প    
  • কবিতা    
  • ছড়া    
  • ছবি (ভালো রেজুলেশন)
  • চিত্রকর্ম

লেখকরা যেকোন মৌলিক লেখা পাঠাতে পারবেন। লেখকদের লেখা বা ছবি যদি কোন পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়ে থাকে, তাহলেও মান বিবেচনায় তা এই সংকলনে স্থান পেতে পারে। এক্ষেত্রে বিষয়টি উল্লেখ করে পাঠাতে হবে। লেখা বা ছবি প্রকাশের জন্য নির্বাচিত হলে তা আপনাদের জানিয়ে দেয়া হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়া চ্যানেলে এ সংক্রান্ত তথ্য প্রদর্শিত হবে। প্রবন্ধ/নিবন্ধ সর্বোচ্চ ২৫০০ শব্দের মধ্যে, গল্প সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে হতে হবে। ছবি বা চিত্রকর্ম এমন হতে হবে যা কোভিড-১৯ মহামারী সময়ের জীবনযাপন, সংগ্রাম, আশাবাদ বা চ্যালেঞ্জ ইত্যাদি সংক্রান্ত কোন না কোন দিক ফুটিয়ে তোলে।

লেখা ও ছবি পাঠানোর শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২০

বিস্তারিত জানতে যোগাযোগ:

নাফিজ ইমতিয়াজ ইসলাম

ডেপুটি ডিরেক্টর, আইকিউএসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফোন: ৮৮০১৮৪৭১৪০০৯২; ইমেইল: diup@daffodilvarsity.edu.bd

Sharing is caring!

Leave a Comment