দেশের প্রথম বইব্যাংক
- ফিচার ডেস্ক
ব্যাংক কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। বইও আমাদের অনেক পরিচিত এক শব্দ। কিন্তু বইয়ের ব্যাংক কথাটি খুব সম্ভবত একদমই অপরিচিত আমাদের কাছে। হ্যাঁ, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতন খুলনা শহরের ১০০ টি পয়েন্টে চালু হল বইয়ের ব্যাংক।
বই, মানুষের শ্রেষ্ঠ সম্পদগুলোর একটি। একটি উন্নত, মানসম্মত জাতি গঠনের পিছনে ভালো বইয়ের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করা হয়। অন্য সব সম্পদ এর মতন বই এরও একটা মূল্য আছে। একাডেমিক এবং নন একাডেমিক বিভিন্ন প্রয়োজনে আমাদের নানারকম বইয়ের দরকার হয়। আমাদের এই সমাজে অনেকে আছেন যারা সামর্থ না থাকার জন্য বই কিনতে পারেন না। বইয়ের এই ব্যাংক তাদের চাহিদা মিটাবে।
বইয়ের এই ব্যাংক থেকে চাইলে সাথে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় বই। আবার পড়া শেষে ফেরত দিতে পারেন ১০০ টি পয়েন্টের যেকোনো একটি পয়েন্টে। গত ২১ শে ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে একযোগে উদ্বোধন হল ১০০টি প্রতীকি লাইব্রেরী যা এই বিশ্বে প্রথম! বইয়ের এই ব্যাংকে করা যাবে বইয়ের আবেদন। আপনার প্রয়োজনীয় বইয়ের জন্য বইয়ের বক্সে রেখে দিতে পারেন চিরকুট, এরপর আপনার প্রয়োজনীয় বইটি হাজির হয়ে যাবে আপনার বুক ব্যাংকে! গরীব মেধাবী শিক্ষার্থীরা করতে পারবে পাঠ্য বইয়ের জন্য আবেদন, সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে এই বই। নগরীর গ্রান্ড প্লাসিড, ডি এস প্লেস, ক্যাসেল সালাম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ হোটেল, রেস্টুরেন্ট, পার্কসহ অনেক স্থানে স্থাপন করা হয় এই বুথ!
উগ্যোগটি বাস্তবায়ন করছে বুক ব্যাংক গ্রুপ এবং এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে চ্যানেল আগামী।