পরামর্শক হয়ে দলে ফিরলেন হাসি
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া দলে ফিরলেন মাইক হাসি। তবে খেলোয়াড় নয় দলের কোচিং পরামর্শক হিসেবে। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাক্তন এই ব্যাটসম্যানকে কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০১৩ সালে অবসর নেওয়া হাসিকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয়। বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করছেন ৪০ বছর বয়সি হাসি। বিগ ব্যাশে সিডনি ছাড়াও পার্থ স্কোরচার্স, আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাঁহাতির। জাতীয় দলের হয়েও খেলেছেন ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ।
গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়েও একই কাজ করেছিলেন হাসি। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন নিজ দেশের হয়ে। টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন হাসি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী বছরের ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।