ক্রিকেটারদের বেতন বাড়ছে

ক্রিকেটারদের বেতন বাড়ছে

স্পোর্টস ডেস্ক : বছর শেষে সুখবর পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়াতে বোর্ডের কাছে সুপারিশ করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি।

প্রতি বছর ডিসেম্বরে শেষ হয় কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। ক্রিকেট পরিচালনা কমিটির গতকালের (২৩ ডিসেম্বর) সভায় ১৫ জনের নামের তালিকা ও বেতন বাড়ানোর সুপারিশ অনুমোদনের জন্য বোর্ডে পাঠানো হয়েছে বলে জানান ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাইমুর রহমান। তবে বেতন কত শতাংশ বাড়ছে তা বলতে রাজি হননি তিনি।

চলতি বছর পাঁচ টেস্ট খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। কিন্তু একটির বেশি ম্যাচ হারেনি মুশফিকুর রহিমরা। চার টেস্ট ড্র করেছেন তারা। ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বছরটি পার করছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলেছে বাংলাদেশ। জিতেছে এই বছর খেলা চারটি ওয়ানডে সিরিজের সবকটিতে।

তিন পরাশক্তি পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার পর মাশরাফির দল হারিয়েছে জিম্বাবুয়েকেও। সব মিলিয়ে ১৮ ওয়ানডে খেলে ১৩টিতেই জিতেছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সাফল্যের হারে অস্ট্রেলিয়ার (৮৩.৩৩ শতাংশ) পরেই আছে মাশরাফির দল (৭২.২২ শতাংশ)।

এ বছর পাঁচটি টি-টোয়েন্টি খেলে দুটি জিতেছে বাংলাদেশ, হেরেছে তিনটিতে।favicon5

Sharing is caring!

Leave a Comment