এবার বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো বড় হারের মুখে পড়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে ২৭.৪ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। জবাব দিতে নেমে মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.২ ওভারে ১০ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক কিউইরা। প্রথম ওয়ানডেতেও ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
সোমবার ক্রাইস্টচার্চে মাত্র ৭ রানের জন্য বিশ্বরেকর্ড বঞ্চিত হয়েছেন গাপটিল। ৩০ বলে ৯৩ রানের অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। এতে কোরি অ্যান্ডারসনের গড়া ৩৬ বলে দেশিয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি টপকানো হয়নি তার। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ১৮ বলের ফিফটিকে টপকে তার ১৭ বলে অর্ধশতকটি এখন কিউইদের দেশিয় সেরা রেকর্ড। ব্যাটে ঝড় তুলে এদিন ৯ চার ও ৮ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন গাপটিল। তার শতরানের উদ্বোধনী জুটি সঙ্গী টম লাথামের সংগ্রহ ১৭ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পার করলেও নিজের ইনিংসগুলো বড় করতে পারেননি। তিলকারত্নে দিলশান ৭, লাহিরু থিরিমান্নে ১, ধানুষ্কা গুনাথিলাকা ১৭, দিনেশ চান্ডিমাল ১, অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৭, মিলিন্দা শিরিবর্ধনা ১২, চামারা কাপুগেদারা ১২, সেনানায়েকে শূন্য ও দুশমন্থা চামিরা ৯ রানে ব্যর্থ হয়ে ফিরেছেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নুয়ান কুলাসেকারা সর্বোচ্চ ১৯ রানের ইনিংসটি খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪টি, মিচেল ম্যাকক্লেনেগান ৩টি ও ডগ ব্রেসওয়েল-ইশ সোধি ১টি করে উইকেট নিয়েছেন।