অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের চিনিয়েছে নতুন করে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ-জাগানিয়া শক্তি। এ বছর একদিনের ক্রিকেটে সাফল্যের হারের দিক দিয়ে বাংলাদেশ আছে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার পরেই।
২০১৫ সালে ১৯টি ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া জিতেছে ১৫টি ম্যাচে। সাফল্যের হার ৮৩.৩৩। আর বাংলাদেশ ১৮টি ম্যাচ খেলে জিতেছে ১৩টিতে। সাফল্যের হার ৭২.২২ শতাংশ। বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডও আছে বাংলাদেশের পেছনে। ৩০টি ওয়ানডে খেলে ২০টিতে জয়ের পর কিউইয়ের সাফল্যের হার ৬৮.৯৬। এর পরে আছে দক্ষিণ আফ্রিকা (৬২.৫০) ও ভারত (৫৯.০৯)।
এ বছর ওয়ানডে রাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। এখন আছে সপ্তম স্থানে। প্রথম আটটি স্থানের মধ্য থেকে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণও নিশ্চিত করেছে বাংলাদেশ। ছিটকে যেতে হয়েছে দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে।