নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বক্সিং ডে টেস্টে ছড়ি ঘোরাচ্ছে সফরকারী ইংল্যান্ড। স্বাগতিকদের হারের মুখে রেখে ডারবান টেস্টের চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে পঞ্চম দিনের লড়াই শুরু করবেন এবি ডি ভিলিয়ার্স (৩৭*), সঙ্গী নাইটওয়াচম্যান ডেল স্টেইন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে অল-আউট হয়ে প্রোটিয়াদের সামনে ৪১৬ রানের পাহাড়সম লক্ষ্য বেধে দেয় ইংলিশরা। স্বাগতিক প্রোটিয়ারা বড় লক্ষ্য তাড়া করতে নেমে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডিন এলগার ৪০, স্টিয়ান ভ্যান জিল ৩৩ ও অধিনায়ক হাশিম আমলাকে ১২ রানে হারিয়ে বেশ বিপদেই পড়েছে। টেস্টের শেষ দিনে বাকি ছয় উইকেট নিয়ে ৯০ ওভার পার করতে হবে প্রোটিয়াদের। আর জিততে হলে প্রায় পৌনে তিনশ রান চাই তাদের। যা সার্বিক বিবেচনায় ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণের কথাই বলে।

ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে স্টিভেন ফিন ৩টি ও বেন স্টোকস ১টি করে উইকেট নিয়েছেন। আর মঙ্গলবার সকালে ৩ উইকেটে ১৭২ রান নিয়ে দিন শুরু করে জো রুট ৭৩, জেমস টেলর ৪২, জনি বোয়াস্টো ৭৯, ক্রিস ওকস ২৩ ও মঈন আলির ১৬ রানে বড় সংগ্রহই গড়ে ইংল্যান্ড। যা তাদের লিডকে চারশোর ওপারে টেনে নেয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে ড্যান পিয়েট ৫টি ও স্টিয়ান ফন জিল ৩টি করে উইকেট নিয়েছেন।favicon5

Sharing is caring!

Leave a Comment