জাতীয় দলে ডাক পেলেন রনি
স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য বুধবার ২৭ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ক্যাম্পে ডাক পেয়েছেন নতুন মুখ আবু হায়দার রনি।
বিপিএলে দারুণ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বল হাতে নেয়া রনি। এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। নির্বাচকদের দৃষ্টি যে তিনি আকর্ষণ করবেন সেটা আগেই বোঝা যাচ্ছিল।
প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম অমি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মো: মিঠুন, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, কাজী নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী এবং আবু হায়দার রনি।