পাকিস্তান দলে আমির এবং গুল
স্পোর্টস ডেস্ক : চলতি মাসে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য আলাদাভাবে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই দুটি স্কোয়াডেই সুযোগ পেয়েছেন বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। এছাড়া প্রায় ৮ মাস পর দলে ফিরলেন উমর গুল।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর দলে ফিরেছেন আমির। অনেকদিন ধরেই তার দলে ফেরা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ পারফর্ম করার পরেই নির্বাচকদের নজরে আসেন তিনি। আর এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন গুল। তারপর নতুন বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন এই ডান হাতি পেসার।
চলতি মাসের ১৫, ১৭ এবং ২২ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আর ওয়ানডে ম্যাচগুলো হবে একই মাসের ২৫, ২৮ এবং ৩১ তারিখ।
১৬ সদস্যের টি-টুয়েন্টি স্কোয়াড
আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, উমর আকমল, ইফতিখার আহমেদ, শহীদ আফ্রদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, আমির ইয়ামিন, সারাফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, উমর গুল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম এবং মোহাম্মদ আমির।
১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড
আহমেদ শেহজাদ, আজহার আলি (অধিনায়ক) মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, আসাদ শফিক, বাবর আজম, জাফর গোহার, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, সারাফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, এবং মোহাম্মদ আমির।