শীর্ষ দশে সাকিব আল হাসান

শীর্ষ দশে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রহকারী বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ও বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ৪২ ম্যাচে সাকিব আল হাসানের উইকেট ৫০টি।

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে সিকান্দার রাজাকে ফিরিয়ে সাকিব হাফসেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন। যদিও তৃতীয় ম্যাচে ৪৯ দিয়ে সাকিব শীর্ষ দশে উঠে এসেছিলেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষ পাঁচে আছে পাকিস্তানের ৩ ও শ্রীলঙ্কার ২ ক্রিকেটার। পাকিস্তানের শহীদ আফ্রিদি ৯০ ম্যাচে নিয়েছেন ৯১ উইকেট। এরপর রয়েছেন আরও দুই পাকিস্তানী। উমর গুল ও সাঈদ আজমলের উইকেট সংখ্যা ৮৫টি। পরের দুটি স্থানে থাকা দুই শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিসের উইকেট সংখ্যা ৭৪ ও ৬৬টি।

এ তালিকায় ছয়ে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ৫৬ ম্যাচে ব্রড নিয়েছেন ৬৫ উইকেট। ৫৫টি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম। সাকিবের থেকে ১ উইকেট বেশি নিয়ে নবম স্থানে আছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান। ৫১ উইকেট নিয়েছেন অবসরে যাওয়া এ ইংলিশ অফস্পিনার। favicon59

 

Sharing is caring!

Leave a Comment