আফগানদের পরাজয়
স্পোর্টস ডেস্ক : জয়ে ফিরল জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানদের ১১৭ রানে হারিয়ে সিরিজে ফিরেছে তারা। অবশ্য এই জয়েও পাঁচ ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে থাকল আফগানিস্তানই। এশিয়ান ক্রিকেটের উঠতি শক্তি আফগানিস্তানকে এদিন শারজায় ৫৮ রানে অলআউটের লজ্জায়ও ডুবিয়েছে
টস জিতে ব্যাটিংয়ে নেমে শনিবার ৪৯ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান হ্যামিল্টন মাসাকাদজা ও গ্রায়াম ক্রেমার। এসময় ক্রেমার-মাসাকাদজা অষ্টম উইকেট জুটিতে ১০৪ রান যোগ করেন। ক্রেমার ৩টি করে চার-ছয়ে ৫৮ এবং ৬ চার ৩ ছয়ে ৮৩ রানে ফিরেছেন মাসাকাদজা। এছাড়া পিটার মুর ও চামু চিবাবাকে শূন্য, রিচমন্ড মুতুম্বামি ১৪, এল্টন চিগুম্বুরা ১, সিকান্দার রাজা ১, ম্যালকম ওয়ালার ৮, লুক জঙ্গে শূন্য রানে ব্যর্থ হয়ে ফিরেছেন। আফগানিস্তানের হয়ে মিরওয়াইস আশরাফ ৩টি ও আমির হামজা-দৌলত জাদরান ২টি করে উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে পেসার লুক জঙ্গে, টেন্ডাই চিসোরো ও নেভিল মাডজিভার বোলিং ঝড়ের মুখে পড়ে আফগানরা। মাডজিভা ও চিসোরো ২টি করে উইকেট নিলেও আফগানদের ভুগিয়েছেন জঙ্গে। মাত্র ৫.১ ওভারের এক স্পেলে ৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। আফগানদের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন মাত্র একজন। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ২২ বলে ৩১ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন এদিন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৭ রান এসেছে টেলএন্ডার কাম বোলার দৌলত জাদরানের ব্যাটে।
জিম্বাবুইয়ানরা। প্রথমে নিজেরা দুইশর আগে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে তোপ দেখেছে তারা।