ফিল্ডিং করছে টাইগাররা

ফিল্ডিং করছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরো ঝালিয়ে নিতে চার ম্যাচের টি-টুয়েন্টি ঘরের মাঠে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহানের।

বাংলাদেশের হয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। বিপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নেন তিনি। শুভাগত হোমও প্রথমবারের মতো টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন। বিপিএলে দারুণ বোলিং পারফরম্যান্স উপহার দেয়া আবু হায়দার রনি জাতীয় দলে অভিষেকের জন্য অপেক্ষায় রইলেন। রনির মতো ইমরুল কায়েস ও আরাফাত সানিও প্রথম ম্যাচের দলে জায়গা পাননি।

এর আগে, পাঁচবার টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। সর্বশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে ১-১ এ ড্র করে মাশরাফি শিবির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা, হ্যামিলটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), লিউক জংউই, গ্রায়েম ক্রেমার, তেন্দাই চিসোরো ও নেভিল মাদজিভা। favicon5

Sharing is caring!

Leave a Comment