যুব বিশ্বকাপে আসবে না অস্ট্রেলিয়া

যুব বিশ্বকাপে আসবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সিনিয়রদের পথেই হাঁটল জুনিয়ররা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিরাপত্তার সেই ঠুনকো অজুহাত থেকে বেরিয়ে আসতে পারল না। বাংলাদেশে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। টিম অস্ট্রেলিয়ার সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মঙ্গলবার যুব বিশ্বকাপ বর্জনের এই ঘোষণা দেন।

গত অক্টোবর-নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়ান জাতীয় দল। সাদারল্যান্ড জানালেন, ‘অনেক দিন ধরেই আইসিসির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমি। দেখুন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ক্রিকেটার, কর্মকর্তা এবং তাদের বাবা-মাকে জানিয়েছে আমরা। দুঃখজনক হলেও সত্য- সরকারের নিরাপত্তা বিভাগ আমাদের জানিয়েছে, বাংলাদেশ সফরে এখনো নিরাপত্তা শঙ্কা রয়েছে। এ কারণে আমরা বছরের শেষ দিকে বাংলাদেশ সফর বর্জন করেছি। আমরা যে তথ্য পেয়েছি তাতে করে এই কঠিন সিদ্ধান্ত (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বর্জন) নেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না আমাদের।’

বলা দরকার, আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে যুব বিশ্বকাপ। ফাইনাল ১৪ ফেব্রুয়ারি। প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া গ্রুপ ‘ডি’ তে ছিল। গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও নেপাল। এ অবস্থায় আয়ারল্যান্ড জায়গা করে নিতে পারে মুল পর্বে। favicon5

Sharing is caring!

Leave a Comment