ওয়ার্নারের নতুন রেকর্ড

ওয়ার্নারের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তৃতীয় ও চতুর্থ দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে যাওয়া সিডনি টেস্টে বৃহস্পতিবার শেষ দিনে খেলা হলেও ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৩০ রানের জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৭৬ রান তোলার পরই ড্র হয়ে যায় ম্যাচটি।

আর অস্ট্রেলিয়ার ইনিংসের বেশিরভাগ রানই এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে। ১০৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন এই বাঁহাতি। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার তিন অঙ্ক ছুঁয়েছেন ৮২ বলে, যা সিডনিতে দ্রুততম টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড।

এতদিন রেকর্ডরা ছিল ওয়ার্নারেরই স্বদেশী ম্যাথু হেইডেনের দখলে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অপরাজিত ১০১ রান করার পথে ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হেইডেন। আর এবার ৮২ বলে সেঞ্চুরি করে হেইডেনের রেকর্ডটা ভেঙে সেখানে নিজের নাম লেখালেন ওয়ার্নার। favicon5

Sharing is caring!

Leave a Comment