অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। এবারের আসরে সব দল অংশ নিলেও নেই অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে যুব বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানায়। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার আয়ারল্যান্ডের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আইসিসির কাছে আমরা কৃতজ্ঞ যে তারা অস্ট্রেলিয়ার জায়গায় বিশ্বকাপে খেলতে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেখানে গেলেও মনে করছি এই মুহূর্তে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতেই রয়েছে। তবে আমরা এই মুহূর্তে বিশেষজ্ঞদের পরামর্শের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপগুলো নেব।’
এর আগে নিরাপত্তা কথা চিন্তা করে কিছুটা সময় নেয় আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সব শঙ্কা পেছনে ফেলে এবারের বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলবে তারা। অস্ট্রেলিয়া না খেলায় ‘ডি’গ্রুপে গ্রুপেই খেলবে আয়ারল্যান্ড। আগামী ২৮ জানুয়ারি ভারতের সঙ্গে ম্যাচে দিয়ে শুরু হবে আইরিশদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন। গ্রুপের অপর দুটি দল নিউজিল্যান্ড ও নেপাল।