পাকিস্তানি লীগে নাও খেলতে পারেন মুস্তাফিজ

পাকিস্তানি লীগে নাও খেলতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আগামী ৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠবে। ওই টুর্নামেন্টে লাহোর কালান্ডারসের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের। তবে সামনের ব্যস্ত ক্রিকেট সূচির কথা মাথায় রেখে মুস্তাফিজকে পিএসএলে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৫ই জানুয়ারি। এই চার ম্যাচ সিরিজ শেষে এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু হবে ২৪ ফেব্রুয়ারি এরপর মার্চে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট। আর এই ব্যস্ত সূচির কারণে ২০ বছর বয়সি মুস্তাফিজের ওপর থেকে চাপ কমাতে চায় বিসিবি। তবে পিএসএলে মুস্তাফিজের খেলার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বোর্ড চিকিৎসকের পরামর্শের ওপরই অনেক কিছু নির্ভর করছে।

মুস্তাফিজের পিএসএলে অংশগ্রহন নিয়ে এক সাক্ষাৎকারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মুস্তাফিজকে পিএসএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) দেওয়ার ক্ষেত্রে বিসিবির চিকিৎসকের পরামর্শই প্রধান ভূমিকা রাখবে। আমরা সেটিই পর্যবেক্ষণ করছি। তরুণদের মধ্যে সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অবশ্যই মুস্তাফিজের বয়স বিবেচনায় আনতে হবে। পিএসএলের পর আরো টি-টোয়েন্টি ইভেন্ট রয়েছে। সে এতো চাপ নিতে পারবে কিনা সেটিও তো দেখার বিষয়। তাই তাকে নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না।’ favicon5

Sharing is caring!

Leave a Comment