যুব বিশ্বকাপ : অস্ট্রেলিয়া ছাড়া আসছে সবাই

যুব বিশ্বকাপ : অস্ট্রেলিয়া ছাড়া আসছে সবাই

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে শুধু অস্ট্রেলিয়া ক্রিকেট দলই বাংলাদেশে আসছে না। অন্য দলগুলোর বাংলাদেশে আসা নিশ্চিত, জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল না এলেও তাদের পরিবর্তে বাংলাদেশে আসবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল। আয়ারল্যান্ড খেলতে সম্মতি দেয়ায় ১৬টি দলই চূড়ান্ত হয়েছে।

বিশ্বকাপের ডি গ্রুপে অস্ট্রেলিয়ার জায়গায় খেলবে আইরিশরা। আইসিসি জানিয়েছে ইতোমধ্যে ১৬টি দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দলগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা​ ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

Sharing is caring!

Leave a Comment