শীর্ষ স্থান ধরে রাখলেন সাকিব

শীর্ষ স্থান ধরে রাখলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সোমবারের প্রকাশিত র‌্যাংকিংয়ে যথারীতি ওয়ানডে ও টি-টুয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বোলারদের তালিকায়ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিবকে এক ধাপ পেছনে রেখে শীর্ষস্থান দখল করেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

ওয়ানডেতে শীর্ষ স্থান দখল করতে সাকিবকে অর্জন করতে হয়েছে সর্বোচ্চ ৪১৬ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানি অলরাউন্ডারের পয়েন্ট ৩৬৩। শীর্ষ পাঁচে থাকা অপর তিনজন হলেন যথাক্রমে- তিলকারত্নে দিলশান (৩৪৯), গ্লেন ম্যাক্সওয়েল (৩৩৬) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৩৫)।

ওয়ানডে বোলারদের র‌্যাংঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭২২। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৯৯। সাকিব শীর্ষস্থান দখল করতে পারবেন কিনা সেটি অনেকটা নির্ভর করছে বোল্ট আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কেমন পারফর্ম করবেন তার উপর।

অবশ্য সাকিবের পেছনে থাকা বোলাররাও খুব একটা পিছিয়ে না থাকায় সাকিবের পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ৬৯৫ পয়েন্ট নিয়ে সাকিবের ঠিক পেছনে মিচেল স্টার্ক থাকলেও চোট নিয়ে দলের বাইরে থাকায় এখনই হুমকি হয়ে দেখা দিচ্ছেন না তিনি। তবে ইমরান তাহির (৬৮৮), ডেল স্টেইন (৬৮২), মরনে মরকেল (৬৬৬) ও ম্যাট হেনরি (৬৫৩) যেকোনো সময় পেছনে ফেলতে পারেন সাকিবকে।

টেস্টে সেরা অলরাউন্ডারের তালিকায় অশ্বিন ও সাকিবের পেছনে রয়েছেন স্টুয়ার্ট ব্রড (৩১০), বেন স্টোকস (২৭৬) ও ভারনন ফিল্যান্ডাররা (২৭৫)।  favicon59

Sharing is caring!

Leave a Comment