শেষ আটে বার্সালোনা

শেষ আটে বার্সালোনা

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের সাথে দেখা হয়েছিল বার্সালোনার। বুধবার দ্বিতীয় লেগের ম্যাচের সাথে প্রথম লেগের সেই ম্যাচের ফলাফলের কোনো পার্থক্য ছিল না। কমেছে শুধু গোল ব্যবধান। আগের খেলায় ঘরের মাঠে এসপানিওলকে ৪-১ গোলে পরাজিত করেছিল লুইস এনরিকের দল।

বুধবারে ম্যাচে একই প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে তারা। দুই লেগে ৬-১ গোলের ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা। কোপা ডেল রে’র শেষ ষোলর দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠ কর্নেয়া এল প্রাতে বার্সালোনার হয়ে জোড়া গোল করেন মুনির এল হাদ্দাদি। প্রথম লেগে এসপানিওল ফুটবলারদের উস্কে দেয়ার দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের ৩২তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান এই তুর্কি ফুটবলার।

পুরো ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখলেও দ্বিতীয় গোলের দেখা পেতে ৮৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সা সমর্থকদের। সমন্বিত প্রচেষ্টা হলেও শেষ গোলটি আসে মুনিরের পা থেকেই। favicon5

Sharing is caring!

Leave a Comment