মাশরাফির লক্ষ্য সিরিজ জেতা

মাশরাফির লক্ষ্য সিরিজ জেতা

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। জিম্বাবুয়ে দলকে সমীহ করলেও জয়ের কোনো বিকল্প ভাবছেন না বাংলাদেশ দলপতি।

প্রথম দুটি টি-টোয়েন্টি দলের স্কোয়াডের বিষয়ে মাশরাফি বলেন, ‘দলে কম্বিনেশনটা একটু অালাদা এবার। আমাদের পরীক্ষা-নিরীক্ষার কিছু সুযোগ আছে। কিন্ত আমাদের লক্ষ্যটা অবশ্যই জয়। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। তাই জয়ের বিকল্প অন্য কিছু ভাববার সুযোগ নেই।’ জিম্বাবুয়ে দলকে সমীহ করে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক ওরা আফগানিস্তানের সাথে সম্প্রতি কয়েকটা ম্যাচ হেরে এসেছে। কিন্তু আমাদের তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, আমরা কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ের কাছেই টি-টোয়েন্টি ম্যাচ হেরেছি। সুতরাং তাদেরকে মোটেও ছোট করে দেখছি না। তবে সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ (টি-টোয়েন্টি)। তাই আমাদের একটু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে এ সিরিজেই। আর আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।’

বিপিএলের শেষ দিকে ইনজুরিতে ছিলেন মাশরাফি। সেটা নিয়েও খেলেছেন। তিনি চ্যাম্পিয়ন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, বিপিএলের শেষদিকে একটু ইনজুরির সমস্যায় ছিলাম। কিন্তু এখন পুরোপুরি ফিট। আশা করছি পুরো সিরিজেই খেলতে পারব।’ favicon5

Sharing is caring!

Leave a Comment