জয় দিয়ে শুরু পাকিস্তানের

জয় দিয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জয়ী হয়েছে সফরকারী পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান করে আফ্রিদি বাহিনী। এর জবাবে কিউইরা ১৫৫ রানেই গুটিয়ে যায়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে গেল পাকিস্তান।

পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেটে জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু ওয়ান ডাউনে নামা কলিন মুনরো আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮০ রানের জুটিতে খেলায় ফিরে আসে স্বাগতিকরা। কিন্তু দলীয় স্কোর ৮৯ পৌঁছাতেই ২৭ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন মুনরো। তার বিদায়ের সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। কিন্তু এক প্রান্ত আগলে ছিলেনে উইলিয়ামসন। তার ৬০ বলে ৭০ রানে কিছুটা জয়ের আশা জেগে নিউজিল্যান্ড শিবিরে। তবে সেই আশাকে বাস্তবে রূপ দিতে দেননি পাকিস্তানি বোলারেরা। শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের হয়ে শহীদ আফ্রিদি, ওহাব রিয়াজ ও উমর গুল নেন ২টি করে। আর দীর্ঘ দিন পর পাকিস্তান দলে ফেরা মোহাম্মদ আমির ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের পাঠায় নিউজিল্যান্ড। সফরকারীদের উদ্বোধনী জুটিতে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ ৪.৪ ওভারেই ৩৩ রান তোলে সফরকারীরা। এরপরেই ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন শেহজাদ। এরপর শোয়েব মাকসুদ ও শোয়েব মালিক আউট হলে কিছুটা চাপে পড়ে আফ্রিদির দল।

কিন্তু এক প্রান্ত আগলে থাকা হাফিজের সঙ্গে ৪ ওভারে ৪২ রানের একটি দুর্দান্ত জুটি গড়েন আকমল। এই জুটির উপর ভর করে পাকিস্তান সংগ্রহ বাড়াতে থাকে। এরপর হাফিজ ৬১ ও আকমল ২৪ রানে ফিরে গেলে শেষ দিকে আফ্রিদির ৮ বলে ২৩ আর ইমাদ ওয়াসিমের ৯ বলে ১৮ রানে ভর করে ১৭১ রানের বড় স্কোর গড়ে তারা। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে ৪টি ও মিশেল স্যান্টেনার নেন ২টি করে উইকেট। ম্যান সেরা হয়েছেন শহীদ আফ্রিদি। দুই দলের পরের ম্যাচ হবে আগামী রোববার। favicon5

Sharing is caring!

Leave a Comment