শিরোপা অস্ট্রেলিয়ার

শিরোপা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : বরাবরের মতো বড় স্কোর গড়েও জয় জয়ের স্বাদ পেল না ভারত। আগের দুই ম্যাচে ৩০০ রানের বেশি স্কোর গড়া ধোনির দল। এবার ২৯৫ রান করে ৩ উইকেটের হার মেনে নিলো। রোববার মেলবোর্নে ধোনিদের ভারতকে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জয় করে নিলো অজিরা।

মেলবোর্নে টস হেরে ব্যাটিংয়ে নেমে রোববার নির্ধারিত ৫০ ওভারে বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ২৯৫ রানের ভালো সংগ্রহ গড়ে ভারত। জবাবে গ্লেন ম্যাক্সওয়েল (৯৬), শন মার্শ (৬২) ও স্টিভেন স্মিথের (৪১) দায়িত্বশীল ব্যাটের উপর ভর করে ৩ উইকেট ও ৭ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে ৩০০ রানে পার করতে না পারলেও মেলবোর্নের অতীত ইতিহাস ধোনিদের আশা দেখাচ্ছিল। এই মাঠে আগে কোনো দল ২৯৫ রান করে হারেনি। সর্বোচ্চ ২৯৪ রানের লক্ষ্যে ব্যাটিং করে জেতার রেকর্ড ছিল স্বাগতিকদেরই। তাই রোববার স্মিথের দলের এই জয় সৃষ্টি করেছে নতুন রেকর্ড। অজিদের হয়ে ম্যাক্সওয়েল ৮৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৯৬ রানের ইনিংস খেলেন। এছাড়া মার্শ ৭৩ বলে ৬২ এবং স্মিথ করেন ৪৫ বলে ৪০ রান। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট লাভ করেন।

ভারতের হয়ে শিখর ধাওয়ান ৬৮ এবং রাহান ৫০ রান করেন। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন ম্যাক্সওয়েল (৯৬)। শন মার্শ (৬২) ও স্মিথ (৪১) তো ছিলেনই। favicon59

Sharing is caring!

Leave a Comment