সেরা বোলিং স্পেলে রুবেল

সেরা বোলিং স্পেলে রুবেল

স্পোর্টস ডেস্ক : এসপিএন-ক্রিকইনফো ২০১৫ সালের সেরা ওয়ানডে বোলিং স্পেল নির্বাচন করেছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেন। সেরা দশে তিনি রয়েছেন ছয় নম্বরে। গেল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত কোয়াটার ফাইনালে উঠে বাংলাদেশ। সেই ম্যাচে ৫৩ রানে ৪ উইকেট নিয়ে টাইগারদের জয়ে বিশেষ ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার।

এই তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। আর এই বোলিং স্পেলই ক্রিক ইনফোর সেরা আসনে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের পেস বোলার মোহাম্মদ সামি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ভারতকে জয় এনে দেন। ইএসপিএন-ক্রিকইনফোর সেরা বোলিং স্পেলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৭ উইকেট নিয়ে কিউইদের জয়ে অবদান রেখেছিলেন এই ডানহাতি।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। ঐ ম্যাচে আগে ব্যাটে নেমে ২৭৫ করে বাংলাদেশ। ২৭৬ রানে টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের শুরুটা হয়েছিলো ভালোই। মইন আলী রান আউট হয়ে ফিরে গেলেও ইয়ান বেল ও অ্যালেক্স হেলস ইংল্যান্ডকে জয়ের পথে দলকে এগিয়ে নেন। তখনই বোলিং আক্রমণে এসেই বেলকে সাজঘরে ফেরত পাঠান এই ডানহাতি। দুই বল পরে অধিনায়ক মরগানকেও ফেরান তিনি। এরপরেও ম্যাচের ভাগ্য দুই দিকেই ঝুলছিলো। শেষ দিকে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১০ বলে ১৬ রান। তখন বোলিংয়ে আবারোও রুবেল। পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসনকে সরাসরি বোল্ড করে টাইগাররাদের প্রথমবারের মত কোয়াটার ফাইনালে উঠতে ভুমিকা রাখেন তিনি।

এই তালিকায় আরো রয়েছেন, নিউজিল্যান্ড পেসার টেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইমরান তাহির, ওহাব রিয়াজ ও জেমস ফোকনার। দলের অবস্থা ও জয়ের ক্ষেত্রে পারফরমেন্সের ভুমিকার ভিত্তিতে এই তালিকা করেছে ইএসপিএন ক্রিকইনফো। favicon59

Sharing is caring!

Leave a Comment