ক্রিকেটকে বিদায় জানালেন চন্দরপল

ক্রিকেটকে বিদায় জানালেন চন্দরপল

স্পোর্টস ডেস্ক :  গত বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর দল থেকে বাদ পড়েছিলেন। তারপর আর জাতীয় দলে জায়গা হয়নি শিবনারায়ণ চন্দরপলের। বলা ভালো, তাকে দলে রাখেননি নির্বাচকরা। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে তাই বিদায়ই বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ক্যারিয়ারটা শেষ করার সুযোগ ছিল চন্দরপলের। এর জন্য তার দরকার ছিল মাত্র ৮৭ রান। কিন্তু তাকে সে ‘সুযোগটা’ দিলেন না ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।

১৬৪ টেস্টে ১১ হাজার ৮৬৭ রান নিয়ে টেস্টে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ২২ বছরের ক্যারিয়ার শেষ করতে হলো এই বাঁহাতিকে। ১১ হাজার ৯৫৩ রান নিয়ে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রায়ান লারা। শনিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে চন্দরপলের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ক্রিকেটে অমূল্য অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ডব্লিউআইসিবি।

২০১৫ সালের মেতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন চন্দরপল। তিন টেস্টে ছয় ইনিংস মিলে করেছিলেন মাত্র ৯২ রান। তবে জুনে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি বলেছিলেন, ‘ফাইনাল’ একটা সিরিজ খেলার সুযোগ পাওয়াটা অন্তত তার প্রাপ্য। কিন্তু বিদায় বলার মতো সেই ‘প্রাপ্য’ সিরিজও তাকে খেলার সুযোগ দিল না ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। শেষমেশ তাই অবসরের ঘোষণাই দিয়ে দিলেন ৪১ বছর বয়সি চন্দরপল। অবশ্য চন্দরপলের অবসরের আরেকটি কারণ হচ্ছে, তার মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) খেলতে যাওয়া। দুবাইয়ে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররাই কেবল অংশ নিতে পারবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের নিলামে ৩০ হাজার মার্কিন ডলারে চন্দরপলকে দলে নিয়েছে জিমিনি অ্যারাবিয়ানস।

চন্দরপলের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। মোট ১৬৪ টেস্টে ৫১.৩৭ গড়ে ৩০টি সেঞ্চুরি ও ৬৬টি ফিফটিতে ১১ হাজার ৮৬৭ রান করেছেন এই বাঁহাতি। ২৬৮টি ওয়ানডে খেলে করেছেন ৮ হাজার ৭৭৮ রান। favicon59

Sharing is caring!

Leave a Comment