নিউজিল্যান্ডের ওয়ান ডে একাদশ

নিউজিল্যান্ডের ওয়ান ডে একাদশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গত আগস্টের পর কিউইদের ওয়ানডে ফিরেছেন ব্যাটসম্যান কলিন মুনরো। এই ফরম্যাটে প্রায় তিন বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও। চোটের কারণে দল থেকে পড়েছেন রস টেলর। শুক্রবার ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় সাইড স্ট্রেইনের কারণে রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছাড়েন টেলর। ওই ম্যাচে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে ২-১-এ সিরিজ জেতে স্বাগতিকরা।

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডেও মিস করবেন টেলর। তবে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনি ফিরতে পারেন বলে আশা করছেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে শুধু তৃতীয় ওয়ানডেতে খেলবেন তিনি। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন যথারীতি কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও ফিরেছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। আগামী সোমবার ওয়েলিংটনে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। নেপিয়ার ও অকল্যান্ডে পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৮ ও ৩১ জানুয়ারি। 
নিউজিল্যান্ড স্কোয়াড:

কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসন, লুক রনকি (প্রথম ওয়ানডে), বিজে ওয়াটলিং (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), টম লাথাম (প্রথম দুই ওয়ানডে), ব্রেন্ডন ম্যাককালাম (তৃতীয় ওয়ানডে)। favicon59

Sharing is caring!

Leave a Comment