ওয়ানডেতেও হারলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েলিংটনে সোমবার মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও পাকিস্তান। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে।
২৮১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তান। ফলে ৭০ রানের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে আজহার বাহিনী। ব্যাট হাতে পাকিস্তানের বাবর আজম সর্বোচ্চ ৬২ রান করেন। মোহাম্মদ হাফিজ করেন ৪২ রান। আর সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৩০ রান। বাকিদের কেউ ১৯ রানের বেশি করতে পারেনি। বল হাতে পাকিস্তানের ইনিংসে ধ্বস নামান ট্রেন্ট বোল্ট। তিনি ৯ ওভার বল করে ১ মেডেনসহ ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন গ্রান্ট এলিয়ট। ১টি করে উইকেট নেন সান্টার, উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস।
এর আগে নিউজিল্যান্ডের ২৮০ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮২ রান করেন হেনরি নিকোলস। এ ছাড়া মিশেল স্যান্টার ৪৮ ও ম্যাট হেনরি অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। বল হাতে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। তিনি ৮.১ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আনোয়ার আলীও ৩ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নেন মোহাম্মদ ইরফান। ২৮ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুটি দল।