যুবরাজের দাম কমে ৯ কোটিতে

যুবরাজের দাম কমে ৯ কোটিতে

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত বছর সবাইকে চমকে দিয়েছিলেন যুবরাজ সিং। রেকর্ড ১৬ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।

কিন্তু সেই যুবরাজের দাম এ বছর কমেছে ৯ কোটি! শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের নবম আসরের নিলামে যুবরাজকে ৭ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর দিল্লি যুবরাজকে রেকর্ড দামে কিনলেও সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি। অসুস্থতা সারিয়ে সদ্যই ফিরেছিলেন এই বাঁহাতি। তাই এবার যুবরাজকে আগেই ছেড়ে দেয় দিল্লি। এ বছরের নিলামে তাই সবাই তাকিয়ে ছিল তার দিকেই।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়ে পরেই দল থেকে বাদ পড়েন যুবরাজ। ফাইনালে ভারতের পরাজয়ের জন্য যুবরাজের মন্থর ব্যাটিংকেই দায়ী করেন অনেকে। কিন্তু এরপর যুবরাজ ঘরোয়া ক্রিকেটে লড়াই চালিয়ে গেছেন। ফলে ২০ মাস পর জায়গা করে নেন ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে। অবশ্য অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ মেলেনি যুবরাজের। তবে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে নেমে নিজেকে প্রমাণ করেন তিনি। যে কারণে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুক্রবার ঘোষিত ভারতীয় দলেও জায়গা করেন নিয়েছেন এই বাঁহাতি।

তবে আইপিএলে যুবরাজের ওপর তেমন একটা ভরসা রাখতে পারলেন না ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তা না হলে গত বছর যার দাম ছিল ১৬ কোটি, এ বছর সেটা কিনা ৭ কোটি!

আইপিএলের শেষ তিন আসরে যুবরাজের দাম:

২০১৪: ১৪ কোটি রুপি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
২০১৫: ১৬ কোটি রুপি (দিল্লি ডেয়ারডেভিলস)
২০১৬: ৭ কোটি রুপি  (সানরাইজার্স হায়দরাবাদ) favicon59

Sharing is caring!

Leave a Comment