স্বপ্নপূরণ হলো না ইয়াং টাইগারদের

স্বপ্নপূরণ হলো না ইয়াং টাইগারদের

স্পোর্টস ডেস্ক :ইতিহাস গড়া হলো না ইয়াং টাইগারদের। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে ইয়াং টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। শিরোপার লড়াইয়ে ১৪ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

কুয়াশাচ্ছন্ন সকালে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ইয়াং টাইগারদের ওপেনিং জুটি। ২৭ রানে পিনাক ও সাইফের বিদায়ের পর, হাল ধরেন জয়রাজ। ৩৫ রান করা জয়রাজও, বেশিক্ষণ টিকতে পারেননি। ক্যারিবীয়দের বোলিং তাণ্ডবে দলীয় ১১৩ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। তবে, সাইফুদ্দীনকে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক মিরাজ। শেষদিকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, মিরাজের ৬০ ও সাইফুদ্দীনের ৩৬ রানের সুবাদে ২২৬ রান করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ক্যারিবীয় ওপেনার ইমলাক ও পোপ। তবে দলীয় ৪৪ রানে পোপকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন মিরাজ।

এরপর শাওন ও মিরাজের শিকার হয়ে ইমলাক ও কার্টি ফিরলেও, রানের চাকা সচল রাখেন হেইটমেয়ার। তার ৬০ ও স্প্রিঙ্গারের অপরাজিত ৬২ রানে, জয় নিয়ে ফাইনালে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ। favicon59

Sharing is caring!

Leave a Comment