সিপিএলে খেলবেন সাকিব

সিপিএলে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ফ্রাঞ্চাইজ ভিত্তিক টুর্নামেন্ট হবে আর সেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডাকা হবে না সেটা এখন আর ভাবাই যায় না। বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলতে দুবাইয়ে রয়েছেন। এর মধ্যেই খবর আসলো আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াহস তাকে নিজেদের অংশ করে নিয়েছে।

সাকিবকে দলে টানতে জ্যামাইকা ১ লাখ ১০ হাজার ডলার খরচ করছে। তিনি এর আগে ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন।

জ্যামাইকা তালাওয়াহসে সাকিবের সঙ্গে খেলবেন টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা তারকা ক্রিস গেইল ও লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। গেইলের জন্য ১ লাখ ৬০ হাজার এবং সাঙ্গাকারাকে ১ লাখ ৩০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজ কর্তৃপক্ষ।

সাকিবের দলে আরো রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

সিপিএলের নিলামে মুশফিক, তামিম ও মুস্তাফিজের মতো আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও তারা কেউই দল পাননি। favicon59

Sharing is caring!

Leave a Comment