সন্দেহের তীর তাসকিন-সানীর দিকে

সন্দেহের তীর তাসকিন-সানীর দিকে

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবুও জয়ের আনন্দে থাকতে পারছে না বাংলাদেশ। এর মধ্যে একটি দুঃসংবাদ এসেছে বাংলাদেশ শিবিরে। আর তা হল  ডাচদের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠের আম্পায়াররা।

এজন্য আগামী  ৭ দিনের মধ্যে ভারতে বায়োমেকানিক্যাল পরীক্ষায় অংশ নিতে হবে এই বোলারকে। তবে  ব্যাপারে চিন্তিত নয় বাংলাদেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই অনফিল্ড আম্পায়ার প্রথমে আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে  সন্দেহ প্রকাশ করে এবং তারা বাংলাদেশ দলের টিম ম্যানেজারের কাছে অভিযোগ জানায়। ওই দিন ২ ওভার বল করে ১০ রান  দেন  আরাফাত সানী। তবে তিনি কোনো  উইকেট পাননি। ওই ম্যাচে তাসকিন ৪ ওভার বল করে ২১ রানে দেন। তাসকিনও কোনো উইকেটের দেখা পাননি। তবে তিনি বেশ ভালো ভাবেই ডাচদের রানের চাকা আটকে রাখেন। favicon594

Sharing is caring!

Leave a Comment