দ্বিতীয় ম্যাচেও জয় পেল নিউজিল্যান্ড
- স্পোর্টস ডেস্ক
আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে দলটি। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। ফলে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। ধর্মশালায় টস জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪২ রান। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৪৩ রান
জবাব দিতে নেমে প্রথম পাঁচ ওভারে ৪২ রান জমা করে শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার খাজা ও ওয়াটসন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়াটসনকে ফিরিয়ে প্রথম সাফল্য পেয়েছিল নিউজিল্যান্ড। ১৩ রান করে ফিরেছিলেন ওয়াটসন। পরের ওভারে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেট তুলে নিয়েছিলেন মিচেল সান্টনার। ২৭ বলে ৩৮ রান করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন খাজা। কিন্তু নবম ওভারের শেষ বলে তড়িঘড়ি করে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার। এক ওভার পরে অস্ট্রেলিয়াকে আরও একটি বড় ধাক্কা দিয়েছেন সান্টনার। তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নারের উইকেট।
পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। কিন্তু ১৬তম ওভারের প্রথম বলে ২২ রান করা ম্যাক্সওয়েলকে আউট করে আবারও ম্যাচে মোড় ঘুরিয়ে দেন ইস সোধি। শেষ ২৯ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৩ রান। কিউই স্পিনাররা যেভাবে চেপে ধরেছিলেন, তাতে মনে হয়েছিল অস্ট্রেলিয়াকে হার নিয়েই মাঠ ছাড়তে হবে। কিন্তু ১৭তম ওভারের শেষ দুই বলে দারুণ দুইটি ছয় মেরে আবারও অস্ট্রেলিয়া শিবিরে আশা জাগান মার্শ ও অ্যাশটন অ্যাগার। ১৯তম ওভারের প্রথম বলে মার্শ আউট হয়ে যাওয়ার পরেই প্রায় শেষ হয়ে যায় অসিদের জয়ের আশা।
নিউজিল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেগান। দুইটি করে উইকেট পেয়েছেন মিচেল সান্টনার ও কোরি অ্যান্ডারসন।